ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে কীটনাশক পানে এক ব্যক্তির আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২১
রাজধানীতে কীটনাশক পানে এক ব্যক্তির আত্মহত্যা

ঢাকা: রাজধানীর ভাটারা কুড়িল এলাকার একটি বাসায় মকবুল হোসেন মৃধা (৫০) নামে এক ব্যক্তি কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুড়িল মৈশানবাড়ির ভাড়া বাসায় তিনি কীটনাশক পান করেন।

পরে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত মকবুলের ছেলে রায়হান মৃধা জানান, তাদের বাড়ি রাজশাহী জেলায়। তার বাবা রাজমিস্ত্রীর কাজ করতেন। তার মা পলি আক্তার সৌদিআরব প্রবাসী। তারা তিন ভাই তিন বোন কুড়িল মৈশানবাড়িতে ভাড়া থাকে। তিন বছর ধরে তার মা সৌদি আরব থাকে।  

রায়হান আরো জানান, তার বাবা মকবুল হোসেন কিছু টাকা ঋণ আছেন। এ টাকা পরিশোধের জন্য তার মায়ের সঙ্গে প্রায়ই মোবাইলে কথা কাটাকাটি হতো। আজ সন্ধ্যায় আমি বাড়ির বাইরে কাজে ছিলাম। জানতে পারি বাবা কীটনাশক জাতীয় কিছু পান করেছেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। তবে মায়ের সঙ্গে ঝগড়া হয়েছে ছিল কিনা তা বলতে পারছি না।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি ভাটারা থানায় অবহিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২১
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।