ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

মিরপুরের মাদক কারবারি সোর্স সাগর গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২১
মিরপুরের মাদক কারবারি সোর্স সাগর গ্রেফতার

ঢাকা: রাজধানীর মিরপুরের মাদক কারবারি সোর্স সাগরকে (২৫) হেরোইনসহ গ্রেফতার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাত ২টার দিকে মিরপুর ১২ নম্বর ঈদগা মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

এসময় তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।  

সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রাজধানীর মিরপুরের বিভিন্ন থানা এলাকায় নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে মাদক কারবারি চলিয়ে আসছিলো সাগর। ২০১৬ সালে পল্লবী থানায় মাদক মামলায় এবং ২০২০ সালে শাহ আলী থানায় মাদকসহ গ্রেফতার হলেও কৌশলী সাগর পুলিশের সোর্স পরিচয়ে মাদক বাণিজ্য চালিয়ে যাচ্ছিল। পুলিশের ২-১ জন বিপথগামী কনস্টেবল ও আনসারের সঙ্গে সখ্যতা গড়ে তুলেন দীর্ঘদিন সাগর এই মাদক কারবারি চালিয়ে যাচ্ছিল। একই সঙ্গে নিরীহ মানুষকে রাস্তায় ধরে পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে গ্রেফতারের ভয় দেখিয়ে চাঁদা আদায় করত সাগর।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, আসামিকে কোর্টে চালান করা হয়েছে। পল্লবীতে মাদক ব্যবসায়ীরা কেউ আর থাকতে পারবে না। সকলকে আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২১
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।