ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২১
গৌরনদীতে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

বরিশাল: বরিশালের গৌরনদীতে ট্রাকচাপায় সাইয়েদ হাওলাদার (৩৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গৌরনদীর বড় কসবা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইয়েদ হাওলাদার বরিশালের উজিরপুর উপজেলার হস্তিসুন্ড গ্রামের আবু বকর হাওলাদারের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, ভ্যানচালক সাইয়েদ পাটকাঠী নিয়ে উজিরপুরের দিকে যাচ্ছিলেন। তিনি মহাসড়কের বড় কসবা এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত ভ্যানটি উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২১
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।