ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

ভৈরবে মালবাহী বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২১
ভৈরবে মালবাহী বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়েছে। এতে ভৈরব থেকে ঢাকা যাওয়ার রেল রুটের আপ লাইন চালু হয়েছে।

শুক্রবার (০৩ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে রেলওয়ের উদ্ধারকারী টিম বগিটি উদ্ধার করে রেল রুট চালু করেন।

এর আগে, বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ১১টার দিকে ভৈরব-ঢাকা রেল রুটের উপজেলার জগন্নাথপুর এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ভৈরব থেকে ঢাকা যাওয়ার রেল রুটের আপ লাইন বন্ধ হয়ে যায়।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহাম্মদ বিশ্বাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার ভোর ৫টার দিকে রেলওয়ে উদ্ধারকারী টিম লাইনচ্যুত বগিটি উদ্ধার করেছে। বগিটি উদ্ধারের পর রেল রুট চালু করায় ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘন্টা, ০৩ সেপ্টেম্বর, ২০২১

এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।