ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে চারজন।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি হলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শামসুদ্দিন (৯৫)। এছাড়া ময়মনসিংহ সদরের দিলরুবা (১৪), গফরগাঁও উপজেলার জাফর উল্লাহ (৫৮), ত্রিশাল উপজেলার আয়েশা (৭৮) এবং নেত্রকোনা কমলাকান্দা উপজেলার গিয়াস উদ্দিন (৭৩) উপসর্গ নিয়ে মারা যান।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, হাসপাতালের করোনা ইউনিটে নতুন ২১ জন ভর্তিসহ ১৪৯ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিউতে ৯ জন চিকিৎসাধীন। এছাড়া সুস্থ হয়ে ১৬ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬৭৯টি নমুনা পরীক্ষায় ৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ২১ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ২৬১ জন এবং সুস্থ হয়েছেন ১৯ হাজার ৩২২ জন।
প্রসঙ্গত, গত আগস্টে ময়মনসিংহ মেডিক্যালে করোনা ও উপসর্গে ৪১৯ জনের মৃত্যু হয়। তার আগের মাসে করোনা ও উপসর্গে ৪৮২ জনের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২১
জেএইচটি