মানিকগঞ্জ: সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার মানুষ, যাত্রীবাহী পরিবহন ও ছোট ব্যক্তিগত গাড়ি (প্রাইভেটার, মাইক্রোবাস) বাড়তি চাপ রয়েছে পাটুরিয়া ঘাট পয়েন্টে। অন্যদিকে সাধারণ পণ্যবোঝাই ট্রাকেরও চাপ রয়েছে ঘাট এলাকায়।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পাটুরিয়া ঘাট পয়েন্টে যাত্রী ও যানবাহনের বাড়তি চাপের দৃশ্য দেখা যায়। বিআইডব্লিউটিসির দুটি ট্রাক ট্রার্মিনালে ৩ শতাধিক ট্রাক ও ওজন স্কেলের সামনে আরো দুই শতাধিক ট্রাক ট্রার্মিনালের প্রবেশের জন্য অপেক্ষায় রয়েছে। যাত্রীবাহী পরিবহন নৌপথ পারের অপেক্ষায় রয়েছে শতাধিক এবং ৫ নম্বর ঘাটের অভিমুখে ছোট গাড়ি (প্রাইভেটকার, মাইক্রোবাস) রয়েছে অর্ধশতাধিক।
এ নৌরুট পারের অপেক্ষায় থাকা ট্রাক চালক করিম বাংলানিউজকে বলেন, যাত্রীবাহী পরিবহন অগ্রাধিকার ভিত্তিতে পার করছে তাতে আমাগো কোন অভিযোগ নাই তবে ওই পরিবহনগুলোর সঙ্গে ইচ্ছে করলে চার পাঁচটি করে ট্রাক দিতে পারে, তাতে করে আমাদের সময়ও বাঁচে আর মালিকের গালিগালাজের হাত থেকে আমরা রক্ষা পাই।
খুলনাগামী ট্রাক চালক সুজন মিয়া বাংলানিউজকে বলেন, আমি সকাল বেলায় পাটুরিয়া ঘাট এলাকায় আসছি তবে এখনো টিকিট কাটতে পারি নাই কারণ অনেক ট্রাক থাকায় টিকিট কাটাতে কিছুটা ঝামেলা হচ্ছে। টিকিট কাটতে পারলে হয়তো দুপুরের পরপরই নৌপথ পার হতে পারবো।
পাটুরিয়া ঘাটে ট্রাফিক পুলিশের দ্বায়িত্বরত কর্মকর্তা (টিআই) আব্দুল্লাহ আল জোবায়েদ বাংলানিউজকে বলেন, যেহেতু আজ সাপ্তাহিক ছুটির দিন সেজন্য ঘাট পয়েন্টে কিছুটা বাড়তি চাপ রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে লাশবাহী গাড়ি, ওষুধের গাড়ি, যাত্রীবাহী পরিবহন, ছোট ব্যক্তিগত গাড়ি এবং পচনশীল পণ্যবোঝাই ট্রাক পার করা হচ্ছে। যাত্রীবাহী পরিবহনের চাপ কমে এলে সাধারণ পণ্যবোঝাই ট্রাকগুলোকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পার করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান বাংলানিউজকে বলেন, ছুটির দিন হওয়ায় পাটুরিয়া ঘাট এলাকায় কিছুটা যানবাহনের চাপ রয়েছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে মানুষ ও যাত্রীবাহী যানবাহনগুলো পার করা হচ্ছে। ঘাট পয়েন্টে যাত্রীবাহী পরিবহন শতাধিক, ছোট গাড়ি অর্ধশতাধিক এবং সাধারণ পণ্যবোঝাই ট্রাক রয়েছে কয়েক শতাধিক। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারের কাজে ১৯টি ফেরি নিয়োজিত রয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২১
এনটি