ঢাকা: রাজধানীর ক্যান্টনমেন্ট মানিকদি এলাকায় একটি নির্মাণাধীন বাড়ি থেকে অজ্ঞাত (৩৫) এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পু্লিশ।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
ক্যান্টনমেন্ট থানার উপ পরিদর্শক (এসআই) এসএম আবু রায়হান বাংলানিউজকে জানান, সকালে খবর পেয়ে দক্ষিণ মানিকদির স্পেকট্রা ইন্টারন্যাশনাল নির্মাণাধীন ভবন থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে ভোরে ওই নির্মাণাধীন ভবনের বাইরের অংশে লোহার রডের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।
এসআই আরও জানায়, ওই ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। সিআইডির ক্রাইমসিনও বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২১
এজেডএস/এনএইচআর