নাটোর: নাটোর সদর উপজেলায় ১ কেজি ২৯০ গ্রাম হেরোইনসহ মাসুম হোসেন (৩৫) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ এর সদস্যরা। জব্দ মাদকের আনুমানিক মূল্য ১ কোটি ২৯ লাখ টাকা।
রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্প। আটক মাসুম বগুড়া জেলার পাল্লাপাড়া এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের বাবুরপুকুর এলাকায় চেকপোস্ট বসানো হয়। রাত সাড়ে ৮টার দিকে পাবনাগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি করা হয়। সে সময় ১ কেজি ২৯০ গ্রাম হেরোইনসহ যাত্রী মাসুমকে করা হয়। পরে দিনগত রাতে নাটোর সদর থানায় হেরোইনসহ মাসুমকে সোর্পদ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। জব্দ হেরোইনের আনুমানিক মূল্য ১ কোটি ২৯ লাখ টাকা।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫ , ২০২১
এসআরএস