নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এলোপাতাড়ি গুলি করে এক ব্যবসায়ীর কাছ থেকে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান শনিবার (৪ সেপ্টেম্বর) রাতেই ভুক্তভোগী ব্যবসায়ী জয়নাল আবেদীন বাদী হয়ে অজ্ঞাত চারজনকে আসামি করে মামলা করেছেন।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী জয়নাল আবেদীন ও তার চাচাতো ভাই মেহেদী হাসান রাজধানীর মতিঝিল থেকে ২৫ লাখ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে আড়াইহাজার ফিরছিলেন। দুপুর ২টার দিকে তারা সিদ্ধিরগঞ্জের সানারপাড় পিডিকে ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে ছিনতাইকারীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাদের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে মো. নাঈম হাসান (২৮) নামে এক পথচারী গুলিবিদ্ধ হন। আশপাশের লোকজন গুলিবিদ্ধ নাঈমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।
এক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার আগে একই স্থানে একটি মোটর সাইকেলকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় একটি প্রাইভেট কার। আমরা সেই প্রাইভেটকারকে ধরার জন্য ধাওয়া করি। ঠিক তখনই রাস্তার উল্টো পাশে পিডিকে ফিলিং স্টেশনের সামনে দুটি মোটরসাইকেলে চারজন এসে এলোপাতাড়ি গুলি শুরু করে। তখন আতংকে সবাই এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন।
তিনি জানান, এ সময় ছিনতাইকারীদের এলোপাতাড়ি গুলিতে এক মোটরসাইকেল আরোহী আহত হন। পরবর্তীতে ছিনতাইকারীরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতংক সৃষ্টি করে টাকার ব্যাগ নিয়ে চিটাগাং রোডের দিকে পালিয়ে যায়।
ওসি মশিউর রহমান আরও জানান, ঘটনাস্থলের আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আসামিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২১
এমএমজেড