ফেনী: ফেনীর পরশুরামে খালেদা ইসলাম অমি নামের এক গৃহবধুকে এসিড নিক্ষেপ করা হয়েছে।
রোববার (০৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বাবার বাড়ি ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের পূর্বদরবারপুর সেকান্দরপুর মৌলভী বাড়িতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে তাকে দেখতে ফেনী জেনারেল হাসপাতালে ছুটে যান পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী।
অমির বোন শারমিন আক্তার জানান, সকালে মা শাহেন আরা বেগমসহ তিনি ট্রাংক রোডের সচেতন নাগরিক সমাজের আয়োজনে নারী-শিশু নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে খবর পান তার বাড়িতে অসুস্থ অমিকে জানালা দিয়ে এসিড নিক্ষেপ করা হয়েছে।
বাক প্রতিবন্ধী অমি তাদের জানিয়েছে নিলক্ষ্মী শ্রীপুর এলাকার বাসিন্দা তারেক ও মিনার এ ঘটনা ঘটিয়েছে।
তারেক সম্পর্কে অমির স্বামী পরশুরাম উপজেলার সাতকুচিয়া গ্রামের চৌধুরী বাড়ির আবুল হাসেমের ছেলে প্রবাসী লিখন আহমেদের ফুফাতো ভাই ও মিনার তার ভাগ্নে। তিনি আরো জানান, এসিডে অমির হাত ঝলসে গেছে।
পুলিশ জানায়, তারেক ও মিনারকে আটক করা হয়েছে। তবে ফরহাদকে ধরতে চেষ্টা চালানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২১
এসএইচডি/কেএআর