ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

১০০ বোতল ফেনসিডিলসহ বিক্রেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২১
১০০ বোতল ফেনসিডিলসহ বিক্রেতা গ্রেফতার ফেনসিডিলসহ গ্রেফতার শরিফুল ইসলাম সোহাগ

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ১০০ বোতল ফেনসিডিলসহ শরিফুল ইসলাম সোহাগ নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার বেড়াখাই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

সোহাগ একই উপজেলার চক শিমুলিয়া রতনপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতার সোহাগের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি একই আইনে আরও তিনটি মামলার আসামি।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।