লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে একটি প্রাইভেট হাসপাতাল থেকে তিনদিন বয়সী এক নবজাতক চুরির অভিযোগে রিমা আক্তার (২০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
রোববার (০৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের নোভা ট্রমা অ্যান্ড জেনারেল হসপিটাল থেকে পুলিশ তাকে আটক করে।
রিমা আক্তার সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকার ব্যাপারী বাড়ির শাহীনুর রহমানের স্ত্রী। সাংবাদিকদের কাছে তিনি দাবি করেন, এ ঘটনাটি সাজানো। তাকে ফাঁসানো হয়েছে।
পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের ব্যবসায়ী সুমন তার অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিনা ইসলামকে শুক্রবার সকালে নোভা ট্রমা হাসপাতালে ভর্তি করে। ওইদিন সাবিনা ইসলাম একটি পুত্র সন্তান জন্ম দেন। হাসপাতালের দ্বিতীয় তলার ২১৫ নম্বর কক্ষে নবজাতক শিশুকে নিয়ে চিকিৎসাধীন রয়েছেন সাবরিনা। রোববার বেলা ১১টার দিকে এক নারী এসে শিশুটিকে ডাক্তার দেখানোর কথা বলে কোলে নিয়ে কক্ষ থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ শিশুকে কোলে নিয়ে ওই নারী হাসপাতালের অভ্যর্থনা কক্ষে বসেছিলেন।
শিশুটির নানী বিষয়টি নজরদারির মধ্যে রাখেন। এর মধ্যে নবজাতককে হাসপাতাল থেকে বের করে অভিযুক্ত রিমা আক্তার রিকশায় উঠে চলে যাওয়ার সময় চোর বলে চিৎকার দিলে হাসপাতালের দায়িত্বরত কর্মীরা দৌড়ে এসে অভিযুক্ত নারীকে জেলা পরিষদের সামনে থেকে আটক করে। পরে পুলিশে খবর দিয়ে পুলিশ তাকে আটক করে সদর থানায় নিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, শিশু চুরির অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২১
আরএ