লালমনিরহাট: বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী মেয়ে ও নিজের নামের জমি লিখে না দেওয়ায় ছেলেদের হামলার শিকার হয়ে বাড়িছাড়া হয়েছেন জামেলা বেওয়া নামে এক বৃদ্ধা। মামলা করেও সুফল না পাওয়ায় সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সহায়তা কামনা করেছেন তিনি।
রোববার (৫ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাটের আদিতমারী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে হামলাকারী ছেলেদের শাস্তির দাবি জানান তিনি।
বৃদ্ধা জামেলা বেওয়া আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা ভিতরকুটি গ্রামে মৃত জসিম উদ্দিনের স্ত্রী।
সংবাদ সম্মেলনে জামেলা বেওয়া জানান, স্বামী জসীম উদ্দিন জীবিত থাকাকালে ছয় ছেলে ও পাঁচ মেয়েকে জমি ভাগ বাটোয়ারা করে দেন। এ সময় তাদের বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী মেয়ে সাবিনা খাতুনকে ৫৪ শতাংশ ও স্ত্রী জামেলাকে ৭৯ শতাংশ জমি দলিল করে দেন তিনি। স্বামীর মৃত্যুর পর তার ও বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী মেয়ের জমি ছেলেরা বর্গা নিয়ে চাষাবাদ করতেন। কিছুদিন পর তিন ছেলে ঈমান আলী, সাইফুল ইসলাম ও সাইদুল ইসলাম তার মায়ের ও বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী বোনকে তাদের জমির ফসলের ভাগ দেওয়া বন্ধ করে দেন। ফসলের ভাগ চাইতে গিয়ে ছেলেদের হাতে কয়েকবার মারধরের শিকার হন বৃদ্ধা জামেলা বেওয়া। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার বৈঠক হয়। ফসলের ভাগ না পাওয়ায় অত্যন্ত অর্থকষ্টে ভোগায় গত ৩০ জুলাই তাদের জমি নিজেরা চাষাবাদ করার ঘোষণা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তিন ছেলে মিলে বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় দায়ের করা মামলায় আদিতমারী থানা পুলিশ বড় ছেলে ঈমান আলীকে গ্রেফতার করে। জামিনে মুক্তি পেয়ে আবার তিনি ভাইদের সঙ্গে মিলে মা ও বোনের ওপর অত্যাচার শুরু করেন।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) পুনরায় নিজেদের জমি চাষাবাদের জন্য গেলে ঈমান আলী তার বৃদ্ধা মা জামেলাকে মারধর করে ঘরে আটকে রাখেন। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনায় অভিযোগ দিলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। অপরদিকে ঈমান আলী তার বৃদ্ধা মা ও বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী বোনকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। এরপর থেকে বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন জামেলা বেওয়া।
অত্যাচারী ও জমিলোভী তিন ছেলের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেও কোনো সুফল না পাওয়ায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সহায়তা কামনা করেন বৃদ্ধা জামেলা বেওয়া। সংবাদ সম্মেলনে বৃদ্ধার বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী মেয়ে সাবিনা ও বড় মেয়ে রহিমা বেগমসহ গ্রামবাসী উপস্থিত ছিলেন।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, ছেলের হামলায় মা জখমের একটি মামলায় অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করা হয়। মামলাটির তদন্ত চলছে। এ মামলায় আগের ও পরের ঘটনা তদন্ত করে আদালতে চার্জশিট পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২১
এসআই