ঢাকা: বাংলাদেশ সরকার থেকে স্কুল পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)।
রোববার (৫ সেপ্টেম্বর) ইউনিসেফের পক্ষ থেকে এ স্বাগত জানানো হয়।
ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি টোমো হোজুমি এক বার্তায় বলেন, বাংলাদেশ সরকারের স্কুল পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে ইউনিসেফ। অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে আমরা নিরাপদভাবে স্কুল খোলা রাখার জন্য সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবো।
গতবছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সবশেষ ছুটি আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়।
করোনা সংক্রমণের হার কমে আসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এর আগে ২৬ আগস্ট একটি যৌথ সভা হয়।
গত ৩ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, আগামী ১২ সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিকস্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আর মেডিক্যাল কলেজগুলো ১৩ সেপ্টেম্বর এবং সরকারি ও বেসিরকারি বিশ্ববিদ্যালয়গুলো অক্টোবরের মাঝামাঝি সময়ে খুলে দেওয়ার কথা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২১
টিআর/ওএইচ/