ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৫ দালালের সাজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২১
সাতক্ষীরায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৫ দালালের সাজা

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর হাসপাতাল ও বিআরটিএ’র দালাল চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় দালালির অভিযোগে পাঁচজনকে আটক করে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ সেপ্টেম্বর) র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানির অধিনায়ক স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুজ্জামান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।

এসময় সাজাপ্রাপ্তরা হলেন- সাতক্ষীরা শহরের পলাশপোলের খোরশেদ গাজী, মাগুরার মহিদুল ইসলাম, পুরাতন সাতক্ষীরার রুহুল আমিন, বেতনার দেলওয়ার হোসেন ও মুকুন্দপুরের হাফিজুল আলম রিপন।

এদের মধ্যে খোরশেদ গাজী, মহিদুল ইসলাম, দেলওয়ার হোসেন ও হাফিজুল আলম রিপনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১২ হাজার টাকা অর্থদণ্ড এবং রুহুল আমিননকে দুই হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাদের সাতক্ষীরা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।