ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

নীলফামারী বিআরটিএ অফিস থেকে ৫ দালাল আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২১
নীলফামারী বিআরটিএ অফিস থেকে ৫ দালাল আটক

নীলফামারী: নীলফামারী বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) অফিস প্রাঙ্গণে অভিযান চালিয়ে পাঁচ দালালকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নীলফামারী সিপিসি-২ এর অভিযানিক দল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৫০০ করে টাকা জরিমানা এবং ভবিষ্যতে এ ধরনের কাজে জড়িত থাকবে না মর্মে মুচলেকা নেওয়া হয়।

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. রমিজ আলম। এ সময় র‌্যাবের কর্মকর্তা ছাড়াও বিআরটিএ’র সহকারী পরিচালক আব্দুল কুদ্দুস উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের ফজলুল হকের ছেলে জাহাঙ্গীর, জেলা শহরের মাধারমোড় এলাকার শুনিল চন্দ্রের ছেলে স্বাধীন ঘোষ, কিশোরগঞ্জ উপজেলার উত্তর কালিকাপুর এলাকার ওয়ালিউল্লাহ শাহ’র ছেলে শেরশাহ, জেলা শহরের নতুন বাজার এলাকার রমজান আলীর ছেলে সুমন ইসলাম ও উকিলপাড়ার আব্দুল হামিদের ছেলে জাহিদ হোসেন।

র‌্যাব নীলফামারী ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ (সিপিসি-২) এর কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, আমাদের কাছে অভিযোগ ছিলো। এ কারণে সেখানে অভিযান চালানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।