ফরিদপুর: ফরিদপুরে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে অপরিকল্পিতভাবে বালু তোলায় নদের তীরসংলগ্ন পাকা সড়কে ভাঙন দেখা দিয়েছে। ফরিদপুর সদর উপজেলার উত্তর শোভারামপুর এলাকায় কুমার নদের পাড়ে এ ঘটনা ঘটেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির দুটি স্থান মারাত্মকভাবে ধসে কুমার নদে বিলীন হয়ে গেছে। ওই এলাকার বাসিন্দা জীবন কুমার দাসের বাড়ির সামনে সড়কটির ১৬০ ফুট ধসে গেছে। এছাড়া নারায়ণ দাসের বাড়ির সামনে সড়কের আরও ১০ ফুট অংশ ভেঙে গেছে। আট ফুট প্রশস্ত সড়কের ভাঙনকবলিত ওই ১৭০ ফুট অংশের ৫ ফুট ধসে গেছে। বাকি তিন ফুট অংশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ ও রিকশা।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২৮ আগস্ট প্রবল বৃষ্টির কারণে সড়কের কিছু অংশে ধস নামে। এরপর থেকে ক্রমাগত ধসে পড়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানান, গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে জ্ঞানদিয়া, ভাষাণচর, লক্ষ্মীদাসের হাট, গোপালপুর, বৈঠাখালী, চর জ্ঞানদিয়াসহ অন্তত ১০টি এলাকার মানুষ রিকশা, ভ্যান, ইজিবাইক, পিকআপসহ বিভিন্ন যানবাহনে চলাচল করে। কিন্তু সড়কটি ভেঙে যাওয়ার কারণে হেঁটে ও ঝুঁকি নিয়ে রিকশায় চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে। আর কোনো যানবাহন চলাচল করতে পারছে না।
ওই এলাকার বাসিন্দা শিক্ষার্থী অম্লান দত্ত বাংলানিউজকে বলেন, দেড়–দুই বছর ধরে ড্রেজার দিয়ে সড়ক ঘেঁষে কুমার নদ থেকে মাটি ও বালু তোলা হয়েছে। এ মাটি তুলে প্রতিবেশী জীবন কুমার দাস তার বাড়ির পুকুর ভরেছেন, আশপাশের লোকেরাও মাটি ভরাটকাজে ব্যবহার করেছেন। এ জন্যই মারাত্মক ভাঙন দেখা দিয়েছে।
এ ব্যাপারে খননযন্ত্র দিয়ে নদ থেকে বালু তুলে পুকুর ভরাটের কথা স্বীকার করে জীবন কুমার দাস বলেন, পানি উন্নয়ন বোর্ডের লোকজন আইসা মাইপা নিয়া গেছে, তাড়াতাড়ি কাজ শুরু হবে।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা বাংলানিউজকে জানান, যেভাবে ভাঙন ধরেছে, তাতে সড়কটি মেরামতের সুযোগ নেই। অপরিকল্পিতভাবে মাটি কাটার জন্য এ সমস্যার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২১
এনটি