জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), পাসপোর্ট ও ভূমি অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ এর সদস্যরা।
রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাদের আটক করা হয়।
বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ১৪ জনেরর মধ্যে তিন সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অন্য ১১ জনকে জরিমানা করা হয়।
কারাদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন- একই উপজেলার তেঘর বিশা গ্রামের মৃত আয়েন উদ্দীনের ছেলে বুলু মিয়া (৫০), কড়ই চকপাড়ার হাজী মোজাম্মেল হকের ছেলে মামুনুর রশিদ (৪০) ও একই জেলার কালাই উপজেলার ঘাটুরিয়া গ্রামের মৃত ফকির উদ্দীন সরদারের ছেলে জহুরুল ইসলাম।
জরিমানাপ্রাপ্ত ১১ জন হলেন- জহুরুল ইসলাম (৪২), দিলিপ চন্দ্র বর্মন (৩৪), আহ্সান হাবিব (৩৪), এনামুল হক (৪২) শ্রী গীরেন দেবনাথ (২৮), আ. হান্নান (৪৭), আলম রশিদ (৩৯), আ. খালেক (৪৯), মনিরুল ইসলাম (৩২), ফেরদৌস হোসেন (২৭), মাসুদ রানার কাছ থেকে মোট ৩ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোনাব্বের হোসেন।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার তৌকির বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২১
এসআরএস