সিলেট: মাছ ধরাকে কেন্দ্র করে সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলায় প্রতিপক্ষের হামলায় আলকার মিয়া ওরফে আলকাছ পীর (৫০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের লামা দলইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশের সরকারি মালিকানা একটি খাল নিলামে রাখেন আলকাছ পীর। রোববার বিকেলে পানি সেচ দিয়ে সেখানে মাছ ধরতে গেলে একই গ্রামের ফয়জুল হকের ছেলে নাঈম ও তার চাচাতো ভাই রেজাউল বাধা দেন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে বাঁশের খুঁটি দিয়ে আলকাছের মাথায় আঘাত করেন নাঈম। চাচাতো ভাই রেজাউল দেশীয় অস্ত্র দিয়ে পুনরায় আলকাছকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে থানা পুলিশ ও বানীগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদ আহমদ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ (সিওমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২১
এনইউ/এসআরএস