হবিগঞ্জ: সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে সড়ক দুর্ঘটনায় সজলু মিয়া (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মান্দারকান্দি গ্রামের বাসিন্দা তিনি।
রোববার (৫ আগস্ট) ভোরে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সজলু মিয়া রোববার ভোরে বাইসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগতির প্রাইভেটকার বাইসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
সজলু মিয়া নবীগঞ্জের মান্দারকান্দি গ্রামের ইছন মিয়ার ছেলে। স্ত্রী ও দুই ছেলে-মেয়েসহ পরিবারের একমাত্র উপর্জনক্ষম ব্যক্তি তিনি। মৃত্যুর খবর পেয়ে পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন বাংলানিউজকে বলেন, কালিয়ারভাঙ্গার একজন আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার খবর পেয়েছি। তার পরিবার মরদেহ আনার ব্যাপারে সহযোগিতা চাইলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২১
আরএ