ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

রোববার ৯ জেলায় ১৫ জনের অপমৃত্যু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২১
রোববার ৯ জেলায় ১৫ জনের অপমৃত্যু

ঢাকা: রোববার (৫ সেপ্টেম্বর) ৯ জেলায় ১৫ জনের অপমৃত্যু হয়েছে।  

বাংলানিউজের ডিস্ট্রিক্ট ও স্টাফ করেসপন্ডেন্টদের পাঠানো খবর:-

নরসিংদী: নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ঘোড়াশাল উপকেন্দ্রের গ্রাউন্ডিং ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

 

রোববার সকালে ঘোড়াশালের ভাগদী এলাকার পল্লীবিদ্যুৎ উপকেন্দ্রে এ ঘটনা ঘটে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক ও তার সহযোগী (হেলপার) নিহত হয়েছেন।  

সকালে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতদের মধ্যে চালক মমতাজ আলীর (৩৫) নাম জানা গেছে। তিনি দিনাজপুর জেলার চকরামপুর গ্রামের মো. আকবর আলীর ছেলে বলে জানা গেছে। তবে হেলপারের নাম-পরিচয় জানা যায়নি।
 
গোড়াই হাইওয়ে থানার ওসি মো. আজিজুল হক বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় বজ্রপাতে ফোজিয়া আক্তার মুক্তা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

ভোরে উপজেলার নোয়াখলা ইউনিয়নের দক্ষিণ নোয়াখলা গ্রামে এ ঘটনা ঘটে। ফোজিয়া একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেন বুলবুলের স্ত্রী।  

নোয়াখলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইব্রাহিম খলিল সোহাগ বাংলানিউজকে জানান, ফজর নামাজের ওয়াক্তে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ওজু করতে পুকুর ঘাটে যান ফোজিয়া। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলার বোররচর ইউনিয়নের বাড়তিপাড়া গ্রামে মীর ও ফকির নামক দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ইব্রাহিম খলিল (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  

দুপুরে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

অপরদিকে ভালুকা উপজেলার জীবনতলা গ্রামে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কাওসার মিয়া (১২) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

রোববার সকালে পুকুরে মাছ ধরার জাল ফেলে মরদেহটি উদ্ধার করা হয়। সে জীবনতলা গ্রামের সমলা তাহের উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। এর আগে শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পুকুরে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়।  

ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

এছাড়াও জেলার মুক্তাগাছা উপজেলার সুবর্নখিলা গ্রামে টিনের ঘরের চাল মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রি বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।  

নিহত কাঠমিস্ত্রি রুবেল মিয়া ও তার শিশু পুত্র এনায়েত হোসেন মছর আলীর টিনের ঘরের চালা মেরামত করার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।  

একইদিনে অবৈধভাবে বিদ্যুতের মিটারে সংযোগ দিতে গিয়ে নজরুল ইসলাম (৪২) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। বিকেলে কোনাগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের চান মিয়া ছেলে।  
মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান বাংলানিউজকে জানান, বাবা ছেলে মৃত্যুর ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

বগুড়া: বগুড়ার সোনতলা উপজেলায় এরিনা বেগম (৪২) নামে এক নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার উপজেলার বালিয়াডাঙ্গা উত্তরপাড়া গ্রামে তার বাড়ির পাশের একটি গাছের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এরিনা ওই গ্রামের ছানোয়ার রহমান ছানার স্ত্রী।

সোনাতলা থানার ওসি রেজাউল করিম রেজা জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা।

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার বুড়িগঙ্গায় ভাসমান অবস্থায় এক হোটেল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চর মিরেরবাগ এলাকার রহমান ডক ইয়ার্ডের কাছে বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় আসাদ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে সদরঘাট নৌ থানা পুলিশ।  

আসাদ ৫৫/১ হোসেনী দালান এলাকার মৃত শহীদুল্লাহ বেপারীর ছেলে। তিনি হোসনী দালান এলাকায় আসাদ নাস্তাঘর নামে একটি হোটেল পরিচালনা করতেন।

মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।  

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কাকলী আক্তার (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।  
বিকেল ৫টার দিকে উপজেলার বক্তানগর গ্রামের স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়।

কাকলী উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের বক্তানগর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।

নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকায় পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীর বিচ্ছিন্ন দ্বীপ চরআবদুল্যাহ ইউনিয়নের চর গজারিয়া গ্রাম থেকে এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার সন্ধ্যায় নৌ-পুলিশের সদস্যরা মরদেহটি উদ্ধার করে।  

রামগতি থানার ওসি মো. সোলাইমান বাংলানিউজকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পঞ্চগড়: পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রামপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চন্দ্র শেখর মনসা (২৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

সকালে এ ঘটনা ঘটে। নিহত চন্দ্রশেখর মনসা একই এলাকার দিরেন্দ্র বর্মনের ছেলে। পেশায় তিনি একজন (ব্যাটারি চালিত) অটোচালক।

আটোয়ারী থানার ওসি ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে বোদা উপজেলার একটি পুকুর থেকে শাহানাজ পারভীন মুক্তি (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শাহনাজ পারভীন উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের সহিমন পাড়া গ্রামের তবিবরের স্ত্রী।

বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।  

মাগুরা: মাগুরা সদর উপজেলা বেড় আকচি গ্রামে মারজিয়া খাতুন (১৮) নামে এক মাদরাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

রোববার বাড়ির একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।

মারজিয়ার বেড় আকচি গ্রামের মফিজার রহমানের মেয়ে।
 
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নিলুফার ইয়ামিন জানান, এলাকাবাসীর দেওয়া খবরের ভিত্তিতে তারা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।