ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

চীনে সামুদ্রিক খাদ্যপণ্য ফের রপ্তানি শুরু

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২১
চীনে সামুদ্রিক খাদ্যপণ্য ফের রপ্তানি শুরু

ঢাকা: প্রায় দুই বছর পর বাংলাদেশ থেকে চীনে সামুদ্রিক খাদ্যপণ্য রপ্তানি পুনরায় শুরু হয়েছে।

রোববার ( ৫ সেপ্টেম্বর) ঢাকাস্থ চীনা দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

করোনাভাইরাস শুরুর পর থেকেই চীনা বাজারে সামুদ্রিক খাদ্যপণ্য রপ্তানি বন্ধ হয়ে যায়। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পুনরায় রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। সে কারণে সামুদ্রিক খাদ্যপণ্য রপ্তানি আবার শুরু হলো।

চীনের বাজারে সামুদ্রিক খাদ্যপণ্য রপ্তানির জন্য বাংলাদেশের ৫টি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠান চীনের বাজারে কুচিয়া, কাঁকড়া ইত্যাদি রপ্তানি করে থাকে। চীনে এসব পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২১
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।