ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

অটোরিকশার ধাক্কায় খালে পড়ে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২১
অটোরিকশার ধাক্কায় খালে পড়ে শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর শ্যামপুরে অটোরিকশার ধাক্কায় খালের পানিতে পড়ে সবুজ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে শ্যামপুর জিয়া সরণি ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে।

পানি থেকে তুলে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মোবারক হোসেন ও রানু বেগম দম্পতির ৫ সন্তানের মধ্যে সবার ছোট সবুজ।

নিহত শিশুর মামা নাসির উদ্দিন জানান, শিশুটির পরিবার জিয়া সরণি ব্রিজের পাশেই থাকে। রাতে শিশুটি ব্রিজের ঢালে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। তখন একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সবুজকে ধাক্কা দেয়। এতে সবুজসহ রিকশাটিও খালের পানিতে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই শিশুটিকে পানি থেকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার সঙ্গে সঙ্গেই চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া শিশুটির মৃত্যুর বিষয় নিশ্চিত করেন। তিনি জানান, শিশুটির পরিবারের আবেদনে ময়না তদন্ত ছাড়াই লাশ দিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি শ্যামপুর থানা পুলিশও অবগত আছে।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২১
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।