কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন তিন জন।
রোববার (০৫ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ৯টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে উপজেলার চারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় বিস্তারিত জানা যায়নি।
স্থানীয় সূত্রে জান যায়, রোববার দিনগত রাত পৌনে ৯টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে উপজেলার চারিপাড়া এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে কটিয়াদী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়। তবে জাহেদ নামে এক চালক ট্রাকের ভেতরে আটকা পড়েন। তাকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের একটি টিম কাটার মেশিন দিয়ে ইঞ্জিনের অংশ কেটে উদ্ধার কাজ শুরু করে। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর ইঞ্জিনের সাইড কভার কেটে তাকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য তাকে কিশোরগঞ্জে পাঠানো হয়।
এছাড়াও কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত একজনের মৃত্যু হয়েছে। আরেকজনের অবস্থা খুবই সংকটাপন্ন।
কটিয়াদী মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২১
এমজেএফ