ঢাকা: ঢাকার অদূরে কেরানীগঞ্জের নুরু মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
রোববার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টা পর ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, কেরানীগঞ্জের নুরু মার্কেটে আগুন লাগার সংবাদ পাওয়া মাত্রই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে। রাত ১২টা ৪০ মিনিটে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, আগুন নিয়ন্ত্রণে আসার পূর্বে প্রায় তিন শতাধিক দোকান পুড়ে গেছে।
সংশ্লিষ্ট নিউজ: কেরানীগঞ্জের নুরু মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
পিএম/এমজেএফ