মাগুরা: মামাবাড়ি থেকে বান্ধবীর বাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়া মারজিয়া খাতুন (১৯) নামে দ্বাদশ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর মরদেহ পাওয়া গেল নিজ বাড়ির বন্ধ ঘরে।
রোববার (০৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মাগুরা সদর উপজেলার বেড় আকছি গ্রামের নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে মাগুরা সদর থানা পুলিশ।
মারজিয়ার মামা মেহেদি হাসান বাংলানিউজকে জানান, মারজিয়ার বাবা-মা তার বড়ভাই মেহেদির সঙ্গে ঢাকায় থাকেন। কিন্তু মারজিয়া মামার বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার কলমধরি গ্রামে থেকে লেখাপড়া করত। মাঝে মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দিতে কিংবা লেখাপড়া সংক্রান্ত কাজে বেড় আকছি গ্রামের এই বাড়িতে আসে।
শনিবার মারজিয়া বান্ধবীর বাড়িতে বেড়ানোর কথা বলে কলমধরি গ্রাম থেকে বের হন। কিন্তু দুপুরের পর থেকেই তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছিলো। পরে রোববার মারজিয়ার মা ঢাকা থেকে যোগাযোগ করে বিভিন্ন লোকজনের মাধ্যমে খোঁজ চালান।
রোববার দুপুরে গ্রামের বাড়িতে খবর নিলে তাদের বসত ঘরটি ভেতর থেকে বন্ধ দেখা যায়। এ সময় ভেতরে কোনো সাড়া শব্দ না পাওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে বিকেল ৫টার দিকে পুলিশ দরজা ভেঙে ঘরের মধ্যে থেকে ঝুলন্ত অবস্থায় মারজিয়া মরদেহ উদ্ধার করে।
মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নিলুফা ইয়াসমিন বাংলানিউজকে জানান, সুরতহাল রিপোর্টের পর মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পরই নিশ্চিত হওয়ায় যাবে।
বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
এনটি