ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলমের আচরণের কারণে ১৪ কর্মকর্তার স্বেচ্ছায় বদলি নিয়ে সেই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, আমার সচিবের কারণে কেউ যায়নি।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সোমবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সচিবের আচরণের কারণে স্বেচ্ছায় ১৪ কর্মকর্তার বদলি নিয়ে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন কয়েকজন সাংবাদিক।
‘আপনাদের মন্ত্রণালয়ের শীর্ষ একজন কর্মকর্তার কারণে কর্মকর্তারা থাকতে চান না, একাধিক অফিসার বদলি হয়ে অন্য মন্ত্রণালয়ে চলে গেছেন। একজন সচিব বা শীর্ষ কর্মকর্তা হলেন প্রশাসনিক প্রধান, তিনি মন্ত্রণালয়ে অন্যতম নেতাও। কিন্তু কী হয় মন্ত্রণালয়ে আমরা বলতে পারি না। এমন একটা জনমুখী মন্ত্রণালয় এভাবে চলতে পারে না। ’
এ সময় এক সাংবাদিক বলেন, এক বছরে সচিবকে ফোনে রিচ করতে পারি নাই। এক বছর যদি প্রধানমন্ত্রীকে নক করতাম তাহলে রিচ করতে পারতাম। এভাবে মন্ত্রণালয় চলতে পারে না। আরেকজন সাংবাদিক বলেন, ফোন দিলে নম্বর ইউজার বিজি দেখায়…।
তখন প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, না। আমার সচিব কাজ করেন নিরবচ্ছিন্ন। আমি একটা জিনিস দেখেছি, এর আগে আরও একজন সচিব ছিল। ওনাদের কাজের একটা ধারা ছিল, ওনার ধারাটা ভিন্ন। আমার সচিব খারাপ নয়, এটা কেউ বললে আমি মানবো না। আমার সচিবের কারণে যায় নাই।
গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শীর্ষ কর্মকর্তা বলতে আমার এখানে সচিব শীর্ষ কর্মকর্তা। তার সমন্ধে যে জিনিসটা, আমি নিউজটা দেখেছি। অনেক কর্মকর্তা আছেন উনারা নিজেরাই বদলি হয়ে গেছেন। তাদের হয়তো আগে ভালো লাগতো, এখন ভালো নাও লাগতে পারে। আমি তো এর আগে শুদ্ধাচারে জাতীয় পুরস্কৃত হই নাই। এবার পেয়েছি। ভেতরে কোনো কারণ থাকতেই পারে, কারো ভালো না লাগলে চলে যেতে পারে। আমার মন্ত্রণালয়ে লোক কম নাই। তারপরেও আমরা চাবো কাজ করে যেতে।
গত বছরের ২৫ অক্টোবর জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান গোলাম মো. হাসিবুল আলমকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেয় সরকার। এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
এমআইএইচ/আরবি