ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যার চেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২১
ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যার চেষ্টা

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় ধর্ষণের শিকার হয়ে এক কিশোরী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নিজ বাড়িতেই বিষপান (দানাদার কীটনাশক ও তারফিন) করে আত্মহত্যার চেষ্টা করে ভুক্তভোগী ওই কিশোরী।

এর আগে সোমবার (০৬ সেপ্টেম্বর) সকালে ধর্ষণের ঘটনায় শাজাহানপুর থানায় মামলা করেন মেয়েটির মা। মামলার পরপরই অভিযুক্ত কিশোরকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী কিশোরীর মা বলেন, আমার মেয়ে সকালে বিষপান করে। পরে সে অসুস্থ হয়ে পড়লে আমরা বিষয়টি বুঝতে পারি। সঙ্গে সঙ্গে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। আমার মেয়ের এ অবস্থার জন্য অভিযুক্ত ওই কিশোরই দায়ি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেয়েটির সঙ্গে একই উপজেলার অভিযুক্ত কিশোরের এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। শনিবার (০৪ সেপ্টেম্বর) সকালে মেয়েটিকে বাড়িতে ডেকে নেন ওই কিশোর। পরে অভিযুক্ত কিশোর ওই মেয়েটিকে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে একই দিন বিকেলে ওই কিশোরের স্বজনরা বাড়িতে তাদের অবস্থান জানতে পারেন। তারা এসে কিশোরকে সেখান থেকে তার নিজ বাড়িতে নিয়ে যান। পরে মেয়েটি ঘটনাস্থল থেকে তার বাড়ি ফিরে গিয়ে বাবা-মাকে সব খুলে বলেন। পরে থানায় মামলা করা হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে বলেন, অভিযুক্তকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২১
কেইউএ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।