কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় স্বামীর সাথে অভিমান করে আমিনা খাতুন (৩০) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের বোয়ালভীর ফকিরটারী গ্রামে এ ঘটনা ঘটে।
আমিনা ওই গ্রামের সফিকুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গামোড় ইউনিয়নের বোয়ালভীর ফকিরটারী গ্রামের দুই সন্তানের জননী আমিনা খাতুনের স্বামী সফিকুল কুমিল্লায় কাজ করেন। সোমবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে আমেনার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আমেনা অভিমান করে মঙ্গলবার সকালে বিষপান করেন। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন আশংকাজনক অবস্থায় উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ষোষণা করেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত পলাশ চন্দ্র মণ্ডল বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২১
এফইএস/এনএইচআর