ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ভোলায় মেঘনার পানি বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার ওপরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২১
ভোলায় মেঘনার পানি বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার ওপরে প্লাবিত এলাকা। ছবি: বাংলানিউজ

ভোলা: আমবশ্যায় সৃষ্ট জোয়ারের প্রভাবে ভোলায় মেঘনার পানি বেড়ে মঙ্গলবার (৭ সেপ্টম্বর) বিকেল সাড়ে ৩টায় বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তলিয়ে গেছে বাঁধের বাইরের বিস্তীর্ণ এলাকা।

ফলে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।

মেঘনার তীরবর্তী এবং মূল ভূ-খণ্ডের বাইরের দ্বীপচরে স্বাভাবিকের চেয়ে ২ ফুট পানি বেড়েছে। এতে গঙ্গাকীর্তি, বলরামসুরা, মদনপুর, মাঝের চর, কুকরি-মুকরি, ঢালচর, চর পাতিলা, কলাতরীর চর, কচুয়াখালীর, মনপুরা, চর যতিন, চরজ্ঞান, সোনার চর, চর শাহজালালসহ অন্তত ২০টি দ্বীপচর প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে বসতঘর, রাস্তাঘাট, ফসলি জমিসহ বিস্তীর্ণ এলাকা। পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ।  

এদিকে জোয়ারের পানির চাপে ভোলার ইলিশা ফেরিঘাট তলিয়ে গেছে।
চর পাতিলা ইউপি সদস্য বেল্লাল হোসেন জানান, জোয়ারের পানিতে ফসলের ক্ষেত, খাল, বিল ও রাস্তাঘাট ডুবে গেছে।  

ধনিয়া এলাকার বাসিন্দা এরশাদ ফরাজি বলেন, দুইদিনে জোয়ারের পানিতে দুর্ভোগ পোহাচ্ছেন গঙ্গাকীর্তি, কালীকির্তী ও বলরামসুরা গ্রামের মানুষ। পুরো এলাকা প্লাবিত হয়েছে, ২ শতাধিক ঘরবাড়ি তলিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ।

ভোলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান জানান, আমবশ্যার প্রভাবে পানি বেড়েছে। মেঘনার পানি বিপৎসীমায় প্রবাহিত হওয়ায় নিচু এলাকা প্লাবিত হয়েছে। তবে এখন তেমন ক্ষয়-ক্ষতির সম্ভাবনা নেই।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।