ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

অতিরিক্ত সচিব পদে ৯২ কর্মকর্তার পদোন্নতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২১
অতিরিক্ত সচিব পদে ৯২ কর্মকর্তার পদোন্নতি

ঢাকা: যুগ্মসচিব পদমর্যাদার ৯২ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এ পদোন্নতি দিয়ে দু'টি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

একটি প্রজ্ঞাপনে ৮৭ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। অপর প্রজ্ঞাপনে বিভিন্ন দূতাবাসে কর্মরত দুজন এবং বিদেশে শিক্ষা ছুটি বা লিয়েনে থাকা আরও তিন কর্মকর্তার পদোন্নতি দেওয়া হয়েছে। এসব কর্মকর্তা তাদের যোগদানপত্র ই-মেইলে ([email protected]) পাঠাবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

প্রশাসনে বর্তমানে অতিরিক্ত সচিবের সংখ্যা ৪১৬ জন। নতুন করে ৯২ জন যুক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫০৮ জনে।

পদোন্নতি দিতে যুগ্মসচিব পদমর্যাদার তিন শতাধিক কর্মকর্তাকে বিবেচনায় নেওয়া হয়। তবে, মাত্র ৯২ জনকে পদোন্নতি দেওয়ায় দুই শতাধিক কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত হলেন।

সবশেষ গত বছরের ২৬ সেপ্টেম্বর ৯৮ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছিল সরকার।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২১
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।