ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

মিষ্টিতে মাছি থাকায় ২০ হাজার টাকা জরিমানা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২১
মিষ্টিতে মাছি থাকায় ২০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার: মৌলভীবাজারে মিষ্টির মধ্যে মাছি ও খাদ্যপণ্যে পোড়া তেলের ব্যবহারসহ নানা কারণে ‘স্বাদ এন্ড কোং’ নামে এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) সদর উপজেলার শমসেরনগর রোড, শাহ মোস্তফা কলেজ রোড, চৌমুহনাসহ বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে পরিচালিত হয় এ অভিযান।

অভিযানে পরিদর্শক মো. ইকবাল পারভেজের নেতৃত্বে র‌্যাব-৯ এর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক মো. আল-আমিন বাংলানিউজকে বলেন, আজকের তদারকি অভিযানে হাসপাতালের ফ্রিজে কাঁচা মাছ মাংসের সঙ্গে ঔষধ সংরক্ষণ করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফ্রিজে সংরক্ষণ করা, সেবার মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, মিষ্টির মধ্যে মাছি থাকা, খাদ্য পণ্যে পোড়া তেল ব্যবহার করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরনগর রোডে অবস্থিত ‘ইউনিক প্রাইভেট হাসপাতাল’-কে ১০ হাজার টাকা, শাহ মোস্তফা কলেজ রোডে অবস্থিত ‘স্বাদ এন্ড কোং’ কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তদারকি অভিযানে সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. আকাশ রায় এবং জেলা স্যানিটারি পরিদর্শক দীপংকর ব্রহ্মচারী উপস্থিত থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়কে সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ৭ সেপ্টেম্বর, ২০২১
বিবিবি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।