ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২১
তেঁতুলিয়ায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ আটক ২ প্রতীকী ছবি

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জুয়ার আসর থেকে ইউপি সদস্য জাহেদ আলী ও আব্দুল মজিদ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) উপজেলার ভজনপুর ইউনিয়নের গণাগছ গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক জাহেদ আলী ভজনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই গ্রামের নফিজ উদ্দিনের ছেলে। আর আব্দুল মজিদ পার্শ্ববর্তী ভদ্রেশ্বর গ্রামের নমির উদ্দিনের ছেলে।

তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে জুয়ার আসর বসাতো ইউপি সদস্য জাহেদ। গোপন সংবাদের ভিত্তিতে আজ (মঙ্গলবার) দুপুরে ওই ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়। এ সময় অন্য জুয়াড়িরা পালিয়ে যায়। জুয়ার আসর থেকে জুয়া খেলার তাস ও নগদ ১৭'শ টাকা জব্দ করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২১
জেডএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।