ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

কারাভোগ শেষে তিনজকে ভারতে ফেরত পাঠালো বিজিবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২১
কারাভোগ শেষে তিনজকে ভারতে ফেরত পাঠালো বিজিবি

দিনাজপুর: বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে তিনজনকে নিজ দেশ ভারতে পালিয়েছে বিজিবি।  

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদের ভারতে ফেরত পাঠানো হয়।

 

দিনাজপুর বাংলা হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দর আলী এসময় ভারত হিলি ইমিগ্রেশনের ওসি শিপ্ররা রায়ের কাছে তাদের হস্তান্তর করেন। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা উপস্থিত ছিলেন।
 
ফেরত পাঠানো তিন ভারতীয় নাগরিক হলেন- গুজরাট প্রদেশের আহমেদাবাদের রামল গ্রামের ললতা সিংয়ের ছেলে রাজপুত (৩৬), পশ্চিম বঙ্গের দমদমা গ্রামের শেখর রায়ের মেয়ে ঐশী রায় (২২) এবং দক্ষিণ দিনাজপুর জেলার দাইনুর গ্রামের মনসুর আলীর স্ত্রী গুলজান বিবি (৪৫)।
 
এ বিষয়ে হিলি ইমিগ্রেশন ওসি সেকেন্দার আলী বলেন, বিভিন্ন সময় বাংলাদেশে অবৈধভাবে প্রবেশে করায় বিজিবি তাদের আটক করে। আটক করার পর তাদের মধ্যে রাজপুতের ১২ বছর, ঐশীর তিন বছর ও গুলজানের ১১ মাসের জেল হয়। তারা সবাই নির্দিষ্ট  মেয়াদের সাজা ভোগ করেন। এরপর মঙ্গলবার বিজিবির মাধ্যমে তাদের ভারতীয় ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।