ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২১
কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদির মৃত্যু

গাজীপুর: কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

মৃত মাওলানা আব্দুর রউফ ওরফে আব্দুর রাজ্জাক (৬০) মাদারীপুরের রাজৈর থানার মজুমদারকান্দি এলাকার মৃত হাকিম ফরাজীর ছেলে।

তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য ছিলেন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগার সূত্রে জানা গেছে, বিকেলে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন মাওলানা আব্দুর রউফ। প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে বিকেল সাড়ে ৪টার দিকে মাওলানা আব্দুর রউফকে মৃত ঘোষণা করেন।

আব্দুর রউফ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে কোটালীপাড়ায় সমাবেশস্থলের পাশে বোমা পুঁতে রাখা সংক্রান্ত মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ছিলেন।

এছাড়াও তিনি মতিঝিল থানায় ২টি মামলায়, রমনা থানায় ১টি ও ফরিদপুরের কোতোয়ালি থানায় একটিসহ ৪টি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত ছিলেন। কারাগারে তার কয়েদি নম্বর ছিল ৪১৩৫/এ।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২০০১, সেপ্টেম্বর ০৭, ২০২১ 
আরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।