পাবনা: পাবনায় গণপূর্ত বিভাগের কার্যালয়ে ঢুকে সরকারি প্রকৌশলীকে লাঞ্ছিতের ঘটনায় স্থানীয় এক ঠিকাদারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে মামলাটি নথিভুক্ত করা হয় বলে জানায় পুলিশ।
এর আগে সোমবার বিভাগের কার্যালয়ে ঢুকে বিভাগীয় উপসহকারী প্রকৌশলী আবদুস সাত্তারকে লাঞ্ছিত করেন মো. মোখলেসুর রহমান নয়ন (৪৫) নামে এক স্থানীয় ঠিকাদার।
এ ঘটনার প্রায় ২১ ঘণ্টা পর মামলা দায়ের করা হয়।
জানা গেছে, মো. মোখলেসুর রহমান নয়ন ঠিকাদারি প্রতিষ্ঠান নূর কনস্ট্রাকশনের মালিক।
প্রকৌশলী আবদুস সাত্তারের লিখিত অভিযোগ থেকে জানা যায়, সোমবার সকালে ঠিকাদার মোখলেসুর রহমান গণপূর্ত কার্যালয়ে আসেন। এ সময় নির্বাহী প্রকৌশলী কার্যালয়ে না থাকায় তিনি প্রকৌশলী আবদুস সাত্তারের রুমে যান। তাদের দু’জনের কথার একপর্যায়ে আবদুস সাত্তার ঠিকাদার মোখলেসুর রহমানকে তার বিভিন্ন অসমাপ্ত কাজের বিষয়ে জিজ্ঞেস করেন। এবং কাজগুলো নির্ধারিত সময়ে শেষ করার কখা বলেন। এসময় মোখলেসুর ক্ষিপ্ত হয়ে প্রকৌশলীকে গালাগালসহ শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে বিষয়টি তৎক্ষানিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ঘটনার তদন্তে সত্যতা পাওয়া গেছে। অভিযোগকারী প্রকৌশলীর নিজে বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এজাহারটি মামলা হিসাবে নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্ত ঠিকাদারকে ধরতে ইতোমধ্যে অভিযান চালানো হয়েছে। কিন্তু ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে চলে গেছেন। আশা করছি দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজিম উদ্দীন বাংলানিউজকে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যেহেতু ওই ঠিকাদার গণপূর্ত বিভাগে কাজ করেন তার বিরুদ্ধে বিভাগীয় ভাবে কোন ব্যবস্থা নেয়া হবে কিনা বা তার কাজের লাইসেন্স বাতিল করা হবে কিনা সেটির সিদ্ধান্ত এখনো অসেনি। আমরা আইনগত ভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২১
এনএইচআর