ঢাকা: এডিস মশার লার্ভা পাওয়ায় ছয় মামলায় মোট এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এডিস নির্মূলে দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন অঞ্চল ১, ২, ৩, ৭, ৮ ও ৯ এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
এদিন অভিযানে সিটি করপোরেশনের দু’জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট অংশ নেন।
আদালতগুলো ১৫৩টি নির্মাণাধীন ভবন, বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ছয়টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ছয় মামলায় মোট এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২১
আরকেআর/এমআরএ