ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসের চাপায় উজ্জল মিয়া (২৪) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জল আশুগঞ্জের তারুয়া গ্রামের হাছান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দিগন্ত পরিবহনের একটি বাস আশুগঞ্জ থেকে জেলা সদরে আসার সময় পীরবাড়ি এলাকায় ওই ভ্যান চালককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম বাংলানিউজকে জানান, বাস ও চালক কবির মিয়াকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২১
এনএইচআর