ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে পিতলের মূর্তি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২১
ঠাকুরগাঁওয়ে পিতলের মূর্তি উদ্ধার উদ্ধারকৃত মূর্তি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নে ২০০ গ্রাম ওজনের একটি পিতলের মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ওই উপজেলার ধর্মগড় ইউনিয়নের আব্দুল মজিদের বাসা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বাংলানিউজকে বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করি। তারপর সেটি উপজেলা নির্বাহী অফিসারের নিকট হস্তান্তর করি।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আমি পুলিশের মাধ্যমে এটি পেয়েছি এবং এটা ঠাকুরগাঁও জেলা ট্রেজারিতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।