সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গণটিকাদান কেন্দ্রে টিকাদানকারী নারী স্বাস্থ্যকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় মুচলেকা দিয়ে ছাড়া পেলেন এক ইউপি সদস্য।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দেশব্যাপী গণটিকাদানের অংশ হিসেবে তাহিরপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে গণটিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছিল।
ওই স্বাস্থ্যকর্মী বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিওকে জানালে তাৎক্ষণিকভাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে বসে উভয়পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক হয়।
বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবীর, ইউএইচএফপিও এম এ এস আহাম্মাদ শাফী, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. শফিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম হক্কানী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবীর বলেন, টিকাদান কেন্দ্রে স্বাস্থ্যকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় ইউপি সদস্য মতিউর রহমানকে মুচলেকা দিয়ে মুক্তি দেওয়া হয়েছে।
মুচলেকায় উল্লেখ করা হয়, ‘ভবিষ্যতে তাহার দ্বারা সরকারী কোনো কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ যে কোনো শ্রেণি-পেশার লোকজনের সঙ্গে পুনরায় খারাপ আচরণ করা হলে তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হবে। ’
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২১
এসআই