ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

যুক্তরাষ্ট্র সফরে গেছেন নৌবাহিনী প্রধান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২১
যুক্তরাষ্ট্র সফরে গেছেন নৌবাহিনী প্রধান এম শাহীন ইকবাল

ঢাকা: যুক্তরাষ্ট্রের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মাইকেল এম গিলডের আমন্ত্রণে ‘২৪তম আন্তর্জাতিক সি পাওয়ার সিম্পোজিয়াম’ এ অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে গেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল।  

আইএসপিআর জানায়, মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন এম শাহীন ইকবাল।

 

এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌপ্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।  

আইএসপিআর জানায়, যুক্তরাষ্ট্র সফরকালে নৌপ্রধান ‘২৪তম আন্তর্জাতিক সি পাওয়ার সিম্পোজিয়াম’ উপলক্ষে আয়োজিত সামুদ্রিক সম্পদের ওপর ক্রমবর্ধমান নির্ভরশীলতা, সমুদ্র এলাকার নিরাপত্তা ও সামুদ্রিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক নিরাপত্তার জলবায়ু পরিবর্তনের প্রভাব সংক্রান্ত বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেবেন।  

এ সময় তিনি যুক্তরাষ্ট্রের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মাইকেল এম গিলডে, যুক্তরাজ্যের নৌবাহিনী প্রধান ও ফার্স্ট সি লর্ড অ্যাডমিরাল টনি রেডকিন, যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট কমান্ডার অ্যাডমিরাল স্যামুয়েল জে. পাপারো, ইন্দোনেশিয়ার নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল ইয়োদো মারগনো এবং রিপাবলিক অব কোরিয়ার নৌবাহিনী প্রধান (অপারেশন্স) অ্যাডমিরাল বো সুক-জং এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি সিম্পোজিয়ামে আগত অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন।  

সিম্পোজিয়ামে নৌপ্রধানের অংশ নেওয়ার মাধ্যমে বিভিন্ন দেশের নৌবাহিনীর সঙ্গে পারস্পারিক সম্পর্ক উন্নয়নসহ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।  

সফর শেষে নৌপ্রধান আগামী ১৯ সেপ্টেম্বর দেশে ফিরবেন নৌবাহিনী প্রধান।

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২১
এমইউএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।