ঢাকা: হুইপ সামশুল হকের টিকা কেলেঙ্কারির বলি হয়েছেন পটিয়ার শোভনদণ্ডীর কয়েক হাজার মানুষ। গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়ার দিনে, শোভনদণ্ডীর ৬ ওয়ার্ডের বাসিন্দারা বঞ্চিত হন গণটিকা কার্যক্রম থেকে।
তবে পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.সব্যসাচী নাথ বলছেন, টিকা কেলাঙ্কারির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মিলবে না তাদের টিকা। আর স্থানীয়রা বলছেন, করোনার এই সংকটে হুইপ পরিবারের লোভের বলি হতে হচ্ছে তাদের।
সরেজমিনে দেখা যায়, পটিয়ার শোভনদণ্ডীর ছয় ইউনিয়নের বাসিন্দারা টিকাকেন্দ্রে ঘুরেও টিকা পাচ্ছেন না। এদিকে, যারা হুইপ সামশুল হকের পোষ্য রবিউলের ক্ষমতাবলে রেজিস্ট্রেশন ছাড়াই টিকা নিয়েছে তাদের মিলছে না দ্বিতীয় ডোজ। হুইপের নির্দেশে এমন টিকা বাণিজ্যের বলি সাধারণ মানুষ।
তবে পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.সব্যসাচী নাথ বলেন, তদন্ত কাজ অব্যাহত থাকায় এই ইউনিয়নের বাসিন্দারা এখন করোনার টিকা পাচ্ছেন না।
পটিয়ার টিকা কেলাঙ্কারির সেই ঘটনার মূল হোতা মেডিক্যাল টেকনোলজিস্ট রবিউল হোসেনকে বরখাস্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে, রবিউলের জবানবন্দিতে যার নাম বার বার উঠে এসেছে সেই হুইপ সামশুল ও তার ভাইয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে ক্ষুব্ধ টিকাবঞ্চিত শোভনদণ্ডীর সাধারণ মানুষ।
বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২১
এসআরএস