ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

‘পুলিশ’ লেখা মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেল দুই বন্ধু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২১
‘পুলিশ’ লেখা মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেল দুই বন্ধু

ঢাকা: রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে মোটরসাইকেল দুর্ঘটনায় মাসুম (৩০) ও নাসির (৩৮) নামে দুই বন্ধু নিহত হয়েছেন।  

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওয়ারী থানার উপ পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে টিকাটুলীর ‘রাজধানী সুপার মার্কেট’ মসজিদ সংলগ্ন হানিফ ফ্লাইওভারে উপর থেকে তাদের উদ্ধার করা হয়। একটি আরওয়ান ফাইভ মোটরসাইকেলসহ রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়েছিল তারা দুজন। সঙ্গে সঙ্গে তাদের ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরো জানান, মোটরসাইকেলের সামনে "পুলিশ" লেখা রয়েছে। তবে তারা দু'জন পুলিশ সদস্য না। থানার মালখানা থেকে তারা গাড়িটা নিয়েছেন। নিহতদের মধ্যে একজন ঠিকাদার এবং আরেকজন ছিলেন পুলিশের সোর্স ছিলেন।

তবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মৃত্যু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২১
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।