কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে মো. তৌফিক নামে ব্রাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের সী-গাল পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় তৌফিককে উদ্ধার করে পুলিশ।
তৌফিক ঢাকার শ্যামলীর আদাবর এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। তিনি ব্রাক ইউনিভার্সিটির কম্পিউটার ইন্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম জানান, মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) কক্সবাজারে বেড়াতে আসেন তিন বন্ধু। বুধবার দুপুরে সীগাল পয়েন্টে গোসলে নেমে তারা ভেসে যান। সেখান থেকে দুইজনকে জীবিত উদ্ধার করা গেলেও তৌফিককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২১
এসবি/ওএইচ/