ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

সৎ চাচার অত্যাচার থেকে মুক্তি চায় পাঁচ বোন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২১
সৎ চাচার অত্যাচার থেকে মুক্তি চায় পাঁচ বোন

বরিশাল: সৎ চাচা ও চাচাতো ভাইদের অত্যাচার থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলন করেছেন আপন পাঁচ বোন।

বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বরিশালের গৌরনদী উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।

লিখিত বক্তব্যে খাঞ্জাপুর গ্রামের মৃত আব্দুল লতিফ হাওলাদারের মেয়ে সাবিনা ইয়াসমিন বলেন, ১৭ শতক জমি নিয়ে তাদের সৎ চাচা আলী আকবর হাওলাদার, হারুন-অর রশিদ হাওলাদার গংদের সঙ্গে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। গত ৪ জুন নিজেদের দখলে থাকা জমিতে ইউপি সদস্য গিয়াস উদ্দিন মৃধাসহ সৎ চাচা ও চাচাতো ভাইরা জোরপূর্বক টিউবওয়েল ও মুরগীর খামার স্থাপন করতে যায়।

এ ঘটনায় সাবিনা গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়েরের পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ টিউবওয়েল স্থাপন কাজ বন্ধ করে দেয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে বিবাদীরা থানা পুলিশের সঙ্গে যোগসাজশে গত ১১ জুন সাবিনা ইয়াসমিনসহ তার বোন বকুল বেগম, মুকুল বেগম, মঞ্জু বেগম, রেশমা খানম, রুমা খানম ও রেবা খানমের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মিথ্যা তথ্য দিয়ে সাধারণ ডায়রি (জিডি) করেন।

সাবিনা বলেন, হয়রানির জন্য তাদের নাম জিডিতে অন্তর্ভুক্ত করে থানার এএসআই ফারুক হোসেন একতরফা ভাবে আদালতে প্রসিকিউশন দাখিল করেন। ফলে আদালত থেকে তাদের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তারা আদালতে মিথ্যা প্রসিকিউশন দাখিল করা এএসআই ফারুক হোসেনের শাস্তির দাবীসহ অভিযোগ থেকে অব্যাহতি পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২১
এমএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।