বাগেরহাট: বাগেরহাটে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অপরাধে মো. ফজলুল হক (৬০) ও মো. বরাদুল ইসলাম (৪৫) নামে দুই প্রতারককে আটক করেছে পুলিশ।
বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট সদর উপজেলার মুক্ষাইট এলাকা থেকে তাদের আটক করে বাগেরহাট মডেল থানা পুলিশ।
এর আগে, সকালে সাপ্তাহিক অপরাধচিত্রের সম্পাদক ও হিসেবে পত্রিকার ফটো সাংবাদিক পরিচয়ে মুক্ষাইট এলাকার বেলায়েত হোসেন দাখিল মাদরাসার শিক্ষক শেখ আব্দুল হান্নানের কাছে চাঁদা দাবি করলে স্থানীয় জনতা তাকে আটক করে ফজলুল হক ও বারাদুলকে। পরবর্তীকালে ৯৯৯ এ ফোন দিয়ে প্রতারকদের পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা।
আটক মো. ফজলুল হক খুলনা জেলার লবনচোরা থানার কৃষ্ণনগর এলাকার সামালি গাজীর ছেলে ও মো. বরাদুল ইসলাম কচুয়া উপজেলার চরকাঠি গ্রামের দাড়া খানের ছেলে। মো. ফজলুল হক নিজেকে সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্র পত্রিকার সম্পাদক এবং মো. বরাদুল ইসলাম একই পত্রিকার ফটো সাংবাদিক হিসেবে পরিচয় দেন।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম আজিজুল ইসলাম বাংলানিউজকে বলেন, ৯৯৯ ফোন পেয়ে আমরা দুইজনকে আটক করেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২১
এনটি