ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী বলেছেন, ‘ভারতে করোনা টিকার উৎপাদন বাড়ানো হয়েছে। আশা করছি, চুক্তি অনুযায়ী বাংলাদেশকে টিকা দেওয়া যাবে।
তবে কবে নাগাদ টিকা পাওয়া যাবে, তা নির্দিষ্ট করে বলেননি তিনি।
বুধবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় আখাউড়া স্থলবন্দরে যাত্রা বিরতিকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘দুই দেশের মধ্যে টুরিস্ট ভিসা বন্ধ থাকলেও ফ্যামিলি, ব্যবসা, চিকিৎসা ভিসা চালু আছে। আকাশপথেও যোগাযোগ শুরু হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে টুরিস্ট ভিসা চালু করা সম্ভব হবে। ’
‘গত চার মাসে বাণিজ্য বেড়েছে দুই দেশের মধ্যে। রেলের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি বেড়েছে। দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়াতে সড়ক, নৌপথ, রেলপথ উন্নত করা হচ্ছে। এতে করে দুই দেশই লাভবান হবে,’ যোগ করেন তিনি।
এসময় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার, কসবা-আখাউড়া সার্কেলের এএসপি আবু নাহিদ, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজনুর রহমান, আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদসহ অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২১
এসআই