ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

মোংলায় বিদেশি জাহাজ ছিদ্র হয়ে ভিজলো আমদানি করা গাড়ি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২১
মোংলায় বিদেশি জাহাজ ছিদ্র হয়ে ভিজলো আমদানি করা গাড়ি

বাগেরহাট: বাগেরহাটের মোংলা বন্দরে নোঙর করা বিদেশি জাহাজ মালয়েশিয়া স্টারের একটি পাশে ছিদ্র হয়ে আমদানিকৃত গাড়ির ডেক পানিতে নিমজ্জিত হয়ে গেছে।  

সোমবার (০৬ সেপ্টেম্বর) রাতে জাহাজের ডেকে পানি প্রবেশের বিষয়টি নজরে আসে জাহাজ কর্তৃপক্ষের।

পরে দ্রুত জাহাজ থেকে গাড়ি খালাস শুরু করা হয়। এর আগে সোমবার দুপুরে ৬৩৯টি গাড়ি নিয়ে বন্দরে ভেড়ে সিঙ্গাপুর থেকে ছেড়ে আসা জাহাজটি। পানিতে নিমজ্জিত থাকলেও গাড়ির কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেছেন স্থানীয় শিপিং এজেন্ট মো. ওহিদুজ্জামান জানান।

তিনি বলেন, দুপুরে জাহাজটি বন্দরে নোঙর করার পরে রাত থেকেই গাড়ি খালাসের কাজ শুরু হয়। এর মধ্যে জাহাজের ডেকে পানি ওঠার  বিষয়টি টের পেয়ে খোঁজ করে দেখা যায়, জাহাজের পাশে ছোট একটি ছিদ্র হয়েছে। আমরা পরে দ্রুত গাড়ি খালাস করতে থাকি। বুধবার(০৮ সেপ্টেম্বর) দুপুরের মধ্যে সব গাড়ি খালাস সম্পন্ন হয়েছে।  প্রয়োজনীয় কাজ শেষ হলে বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) জাহাজটি বন্দর ছেড়ে যাবে।  

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।