বাগেরহাট: বাগেরহাটের মোংলা বন্দরে নোঙর করা বিদেশি জাহাজ মালয়েশিয়া স্টারের একটি পাশে ছিদ্র হয়ে আমদানিকৃত গাড়ির ডেক পানিতে নিমজ্জিত হয়ে গেছে।
সোমবার (০৬ সেপ্টেম্বর) রাতে জাহাজের ডেকে পানি প্রবেশের বিষয়টি নজরে আসে জাহাজ কর্তৃপক্ষের।
তিনি বলেন, দুপুরে জাহাজটি বন্দরে নোঙর করার পরে রাত থেকেই গাড়ি খালাসের কাজ শুরু হয়। এর মধ্যে জাহাজের ডেকে পানি ওঠার বিষয়টি টের পেয়ে খোঁজ করে দেখা যায়, জাহাজের পাশে ছোট একটি ছিদ্র হয়েছে। আমরা পরে দ্রুত গাড়ি খালাস করতে থাকি। বুধবার(০৮ সেপ্টেম্বর) দুপুরের মধ্যে সব গাড়ি খালাস সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় কাজ শেষ হলে বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) জাহাজটি বন্দর ছেড়ে যাবে।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২১
এসআই