ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

৮৫০ কোটি টাকা দুর্নীতি, ১৫ জনকে জিজ্ঞাসাবাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২১
৮৫০ কোটি টাকা দুর্নীতি, ১৫ জনকে জিজ্ঞাসাবাদ

ঢাকা: আমদানি করা পণ্য খালাস করে ৮৫০ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তাসহ মোট ১৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার।

দুদক সচিব বলেন, কাস্টমসে ক্ষমতার অপব্যবহার করে ৮৫০ কোটি টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগে রাজস্ব কর্মকর্তাসহ ১৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্যে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ৮ জন এবং বুধবার ৭ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। অনুসন্ধান শুরুর আগেই তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এছাড়া ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাসপোর্টের দুই কর্মকর্তাকেও বুধবার জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানান তিনি।

১৭১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২০
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।