ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

নান্দাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২১
নান্দাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু প্রতীকী ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বজ্রপাতে আব্দুল হান্নান (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার রাজগাতী ইউনিয়নের পাছদরিল্লাহ গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুল হান্নান ওই গ্রামের উমেদ আলীর ছেলে।

জানা গেছে, বুধবার সকালে হান্নান স্থানীয় ধুল্লি বিলে ঘাস কাটতে যান। এ সময় বৃষ্টি শুরু হলে তিনি বাড়ির পথে রওনা হন। পথিমধ্যে বজ্রপাতে তার মৃত্যু হয়।

স্থানীয় ধনারামা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, হান্নান পেশায় একজন কৃষক।  অন্যের জমিতে শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।